Voice of Furfura

Voice of Furfura amader dadapirer silsila.

19/06/2025

মানুষ বলে, " পৃথিবীতে ভালোবাসা নেই!"
পৃথিবীতে ভালোবাসা যুগ যুগ ধরেই আছে, শুধু যার প্রতি ভালোবাসা জন্মাবে; ঠিক এমন মানুষের আগমন ঘটে না সহজে। 🖤

18/06/2025

মানুষ তার দীর্ঘ জীবনের
একটা অংশ,

শুধু অভিমান করেই
কাটায়।😔😔😔

18/06/2025

সুন্দর হাওয়াটা জরুরী না কারো কাছে গুরুত্বপূর্ণ হওয়াটা অনেক সুন্দর 🥰🥰💖

18/06/2025

ইতিহাসে লেখা থাকবে!
যখন ই'হু'দিদের ভয়ে মুসলিম দেশের শা'স'ক'রা চুপ হয়ে আছেন, তখনি এই ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি মাথা নত না করে ল'ড়াই করে যাচ্ছেন ই'হু'দিদের বিরুদ্ধে... ✊
মহান আল্লাহ ইরানের সহায় হোক, আমিন..☝️🤲

18/06/2025

মুমিন তারাই যারা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান এনেছে, কোন সন্দেহ পোষণ করেনি।
(সূরা হুজরাত, আয়াত নং-১৫)

18/06/2025

গোটা বিশ্ববাসী মনে রাখবে যাদেরকে শিয়া এবং কাফের ট্যাগ লাগানো হয়ছে।তারাই ইহুদীদের সাথে একাই লড়াই করে যাচ্ছে। আর জান্নাতী মুসলিমরা ঘরে বসে বসে জান্নাতী হুরের অপেক্ষা করতেছে।৫৭ জন কা'পুরুষের মধ্যে একজন বীর বাহাদুর "আয়াতুল্লাহ খামেনি" ❤️🤲

18/06/2025

অতিরিক্ত যত্ন নিয়ে মানুষকে ভালোবাসতে নেই। কারণ, কোনো মানুষেই অতিরিক্ত ভালোবাসা ধরে রাখতে পারে না। অতিরিক্ত ভালোবাসা পেলে মানুষ নষ্ট হয়ে যায়।

18/06/2025

ব্যস্ততা যেন আমাদের ভুলিয়ে দিয়েছে ;
আমাদের শেষ গন্তব্য কবরস্থান...!

18/06/2025

"তুমি যদি চলে যাও
আমি হয়তো খুব বেশিদিন বাঁচব না।
আকাশটাকে তখন বড্ড ছোট মনে হবে।
সূর্য উঠবে ঠিকই,
কিন্তু তার আলোয় আমার চোখ ধাঁধাবে না।
তুমি ছাড়া সব ঠিকঠাক চলবে—
শুধু আমার পৃথিবীটা আর চলবে না।"

18/06/2025

যদি আপনি আ'ঘাতের পর আ'ঘাত পেয়েও নিজেকে সামলে নিতে পারেন তাহলে বুঝে নিবেন, কারো দোয়া আপনাকে আগলে রেখেছে!

16/06/2025

ডিসেম্বরে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে যাচ্ছে রূপপুর

16/06/2025

দুনিয়ার মুসলিম আপনারা কি এখনো চুপ করে থাকবেন বিশ্বের এত বড় বড় নামিদামি মুসলিম বিশ্ব আছে আপনারা কি এখনো চুপ করে থাকবেন

Address

Pabna
6600

Telephone

+8801518702814

Website

https://forms.gle/w3zZuh2y5Xt2f1zu8, https://forms.gle/w3zZuh2y5Xt2f1zu8

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Furfura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category