
02/05/2025
ধোঁয়া ওঠা খিচুড়িতে শাহী স্বাদ আনে খাস ফুডের খাঁটি ঘি।
এক প্লেট গরম গরম খিচুড়ির উপর সোনালি রঙের ঘি ঢালার মুহূর্তেই যে সুগন্ধ ছড়ায়, তা বাঙালির হৃদয়ে জাগায় নস্টালজিয়া। খাস ফুডের খাঁটি A2 ঘি আপনার সাধারণ খিচুড়িতে নিয়ে আসে সেই ঐতিহ্যবাহী স্বাদ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হয়ে আসছে। দেশি গরুর খাঁটি দুধের মাখন থেকে প্রাচীন পদ্ধতিতে তৈরি এই A2 ঘি শুধু স্বাদই বাড়ায় না, বরং রান্নাকে করে তোলে পুষ্টিকর ও সুস্বাদু। এই A2 ঘি শুধু রান্নার উপকরণ নয়, বরং যেনো বার্তা দেয় রাজকীয় ঐতিহ্যের।
সুস্বাদের খোঁজে তাই ভেজালের ভীড়ে না হাতড়ে অর্ডার করুন খাস খাঁটি A2 ঘি। অর্ডার করতে ভিজিট করুন : https://t.ly/A2_ghee
✈ দেশের বাইরে থেকে প্রিয়জনের জন্য অর্ডার করতে Whatsapp করুন +8801708183874 নম্বরে।