26/05/2025
#অনুরোধ_বার্তা🙏🤲
চরগুজামানিকা নয়াপাড়া সমাজ কল্যান সংস্থা!
আমাদের এই সংস্থা স্থাপিত হওয়ার পর থেকেই প্রতি ঈদে এাণ দিয়ে থাকে!
গরিব দুখি অসহায় মানুষের পাশে অর্থ দিয়ে,শ্রম দিয়ে এবং মেধা দিয়ে তাদের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান করার চেষ্টা করে সব সময় !
এসব করার জন্য আমাদের প্রয়োজন অর্থ!
[দান এমন একটা ইবাদত যা আপনার পাপকে মিটিয়ে দেয়!😮 এবং ইবাদতের মধ্যে পাওয়ার ফুল এবং ক্ষমতাশীল ইবাদত হচ্ছে দান]
অতঃপর;
হে বিনয়ী,
দানশীল সম্মানিত ব্যাক্তিগণ আপনাদের কাছে জানাই বিনীত নিবেদন,
আপনারা এই সংস্থার সাথে বেশি না হলেও সামান্য অর্থ, পরিশ্রম,মেধা এবং সাহায্যদৃষ্টি কামনা করছি🙏
হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার বান্দাদের দেওয়া অর্থ সঠিক জায়গায় সঠিক ভাবে দান করার জন্য তৌফিক দান করুণ (আমিন)🤲
আমাদের সংগঠনে যদি কেও স্বেচ্ছায় দান করতে চান??
👉বিকাশ +নগদ _
+880 1783-567240
(পারসোনাল নাম্বার)
বিনীত_
চরগুজামানিকা নয়াপাড়া সমাজ কল্যান সংস্থা ।
চরগুজামানিকা,মাদারগঞ্জ,
জামালপুর।
বিশেষ প্রয়োজনে
মোবাঃ +881732932012