True Talk For Humanity

True Talk For Humanity This page for Publish Islamic and News

09/04/2025

゚viralシfypシ゚viralシalシ

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!আপনি কখনোই এই ছবির গভীরতা টের পাবেন না,যতক্ষন আপনি বাবার হোটেলে খাচ্ছেন ঘুমাচ্ছেন।প...
03/04/2025

বাবা আর মেয়ের এই দূরত্বের নাম ক্ষুধা!
আপনি কখনোই এই ছবির গভীরতা টের পাবেন না,
যতক্ষন আপনি বাবার হোটেলে খাচ্ছেন ঘুমাচ্ছেন।
পৃথিবীটা সুন্দর কিন্তু নির্দিষ্ট কিছু মানুষের জন্য,
বাকীদের জন্য খেয়ে পরে বেচে থাকা মানেও বিলাসিতা 🙂 ゚viralシfypシ゚viralシalシ

29/03/2025
29/03/2025

বাংলাদেশ-চীন সামরিক চুক্তি শীগ্রই, ভারতের দুই চোখে অন্ধকার! ড. ফরহাদআমাদের চ্যানেল পরিবারে জয়েন করতে করতে নিচের ল....

29/03/2025
29/03/2025

Correct 💯

29/03/2025

Real hero of Bangladesh cheap adventure

29/03/2025
বাসায় বিয়ের কথা বলতেই বাবা বললেন, ❝ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট...
29/03/2025

বাসায় বিয়ের কথা বলতেই বাবা বললেন,

❝ইউ পিপল নো নাথিং। ইউ ল্যাক উইজডোম এন্ড এক্সপিরিয়েন্স। উই আর ইন দিজ সার্ভিস ফর এটলিস্ট ফোর্টি ইয়ার্স। তোমার বয়সের থেকে বেশি। তাছাড়া যতদিন পর্যন্ত তোমার চাকরি না হবে, ততদিন পর্যন্ত বিয়ের কথা মুখেও আনবা না। সবাইকে দাওয়াত না দিলে তো ইনক্লুসিভ বিয়ে হবে না। ❞

অন্ধ ভক্তদের উৎসর্গ করলামইউরোপের দেশ ইতালির পেটের মধ্যে ‘সান মারিনো’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আয়তন কত জানেন? মাত্র ৬১ ব...
05/12/2024

অন্ধ ভক্তদের উৎসর্গ করলাম

ইউরোপের দেশ ইতালির পেটের মধ্যে ‘সান মারিনো’ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আয়তন কত জানেন? মাত্র ৬১ বর্গকিলোমিটার, ‘ভ্যাটিকেন সিটি’ তো পরিচিত দেশ! আয়তন? মাত্র আধা বর্গকিলোমিটার। এটাও ইতালির পেটের মধ্যে। ‘মোনাকো’— পৃথিবীর সবথেকে ধনী রাষ্ট্র। মাত্র ২ বর্গকিলোমিটারের একটি দেশ। তিনপাশে ফ্রান্স, একপাশে ভূমধ্যসাগর। জার্মানি, ফ্রান্স আর বেলজিয়ামের পেটের মধ্যে রয়েছে ‘লুক্সেমবার্গ’— পশ্চিম ইউরোপের গুরুত্বপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশের খাগড়াছড়ি জেলা থেকেও ছোট এই দেশটির আয়তন মাত্র ২,৫৮৬ বর্গ কিলোমিটার।

এই দেশগুলো কিন্তু কেউ গিলে খায় না। গিলে খাওয়ার স্বভাব ওদের নেই। কিন্তু মাত্র ৮০ বছরের পেছনের ইতিহাস দেখুন— ‘হায়দ্রাবাদ’। ২,১৫,৩৩৯ বর্গকিলোমিটারের স্বাধীন রাজ্য। গোটা বাংলাদেশের চেয়েও বড় সার্বভৌম ভূখণ্ড ছিলো। সেটাকে গিলে খেয়েছে ভারত।

‘সিকিম’— খুব পরিচিত পছন্দের পর্যটন নগরী তাইনা? প্রায় ৭,১০০ বর্গ কিলোমিটারের স্বাধীন রাজ্য ছিলো। এটাও গিলে খেয়েছে হিন্দুত্যবাদের ভারত।

এই ভারতের কাছে বর্ডারের কোনো গুরুত্ব নেই। বর্ডার নেই বলে ইউরোপের উদাহরণ টানার মতো বোকামি আমাদের সাজে না। আমরা এতটা মূর্খ নই যে, সিকিম আর হাদ্রাবাদের ইতিহাস ভুলে যাবো।

#ভারত #সিকিম #হায়দ্রাবাদ #বাংলাদেশ #স্বাধীনতা।

প্রবাসী  হলো খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজে...
02/12/2024

প্রবাসী হলো খেজুর গাছের মতো। আদর পায় না, যত্ন পায় না, কেউ পানি দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো! অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক!
তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে ও বেশি মিষ্টি। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!
তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে।

আসিফ নজরুল কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই৷ শুধু একটা কথায় খুব খারাপ লেগেছে৷ তিনি ...
01/12/2024

আসিফ নজরুল কালকে আমার সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলেছে কিছু মনে করি নাই৷ শুধু একটা কথায় খুব খারাপ লেগেছে৷ তিনি বলেছেন, আমাকে জাতির পিতা বানায়ে না দিলে মনে হয় আমি থামবো না৷
আসিফ নজরুল, আমি জাতির পিতা না, একটা ইউপি মেম্বারও হতে চাই না৷ এখনও উবার চালাই৷ আপনাকে যার ভাই বোতল-নারী সাপ্লাই দেয় তারা কিন্তু আওয়ামিলীগ সরকারের সময়েও ২-৩ বার দেশে গিয়েছে৷ আমরা যেতে পারি নাই, যখন যাবার সময় এসেছে তখন আপনাদের সাথে মিলেমিশে ধান্দাবজি করতে পারতাম৷ আপনি কদিন আগেও আমাকে বলেছিলেন, ইলিয়াছ কি লাগবে, দেশে চলে আসেন ব্লা ব্লা৷ আপনার মতো একজন প্রভাবশালী উপদেষ্টা যদি কাউকে ফোন করে এই কথা বলে তাহলে আর কি লাগে? কিছু চাওয়ার নাই তাই বলেছিলাম৷ স্যার, কিছু চাই না শুধু আপনি ৫ তারিখের আগে যা বলতেন কাজগুলো তেমন করেন৷
আপনাকেতো আমরা অনেক ভালোবাাতাম অথচ আমি প্রথম আলো নিয়ে নিউজ করলাম আপনি তাদের পক্ষে পোস্ট করলেন৷ কালবেলা নিয়ে নিউজ করলাম আপনি কালবেলার পক্ষে পোস্ট করলেন!
যাওয়ার কথা আবরারের বাসায় গেলেন রবীন্দ্র কাচারীতে৷
আওয়ামিলীগের লোকজনকে ধরা হচ্ছে না উল্টো জামিন হতে শুরু করেছে৷ জামিন কি স্যার ফ্রী হচ্ছে? কোন জেলা জজের বাপের ক্ষমতা আছে আওয়ামিলীগকে জামিন দেয়ার? আমরা কিছু বুঝি না?
সুন্দর করে কথা বলে লাভ নাই, আমরা এগুলি জানি৷
শুধু এতটুকুই বললাম এতো বড় সুযোগ পাবার পরেও দেশটাকে কিছুই করতে পারলেন না৷ এই জাতি আপনাকে ক্ষমা করবে না স্যার৷ আর আমি কিছু চাই না তবে দেশের বিরুদ্ধে গেলে তাকে যত হাত নেয়া দরকার নিতে থাকবো৷

-সাংবাদিক ইলিয়াস

Address

Chittagong
Cumilla
3500

Telephone

+17192472683

Website

Alerts

Be the first to know and let us send you an email when True Talk For Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to True Talk For Humanity:

Share

Category