30/06/2025
👌 বাংলাদেশে প্রথমবারের মতো লঞ্চ হয়েছে, “𝐌𝐚𝐝𝐞 𝐈𝐧 𝐁𝐚𝐧𝐠𝐥𝐚𝐝𝐞𝐬𝐡” ৭ সিটার ব্র্যান্ড নিউ 𝐌𝐢𝐭𝐬𝐮𝐛𝐢𝐬𝐡𝐢 𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫! এখন ৪৬ লাখ টাকার ব্র্যান্ড নিউ গাড়ি, শুধুমাত্র ৩৪ লাখ টাকায় পাবেন কারণ গাড়িটা বাংলাদেশে তৈরি! 🇧🇩👏
এটা বাংলাদেশের গাড়ি ইন্ডাস্ট্রির জন্য বড় একটা অ্যাচিভমেন্ট। Mitsubishi Bangladesh ৪টি “Made in Bangladesh” গাড়ি অফিশিয়ালি লঞ্চ করেছে, যেগুলা হচ্ছে 𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫 𝐂𝐥𝐚𝐬𝐬𝐢𝐜 ৩৪ লাখ টাকা দাম,𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫 𝐄𝐜𝐨 ৩৫ লাখ টাকা, 𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫 𝐏𝐫𝐞𝐦𝐢𝐮𝐦 ৩৫.৫০ লাখ টাকা এবং 𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫 𝐒𝐩𝐨𝐫𝐭 ৩৬.৫০ লাখ টাকা। সবগুলোই ৭ সিটার, ১৫০০CC’র বিগ সাইজড MPV/SUV ফ্যামিলি ইউজ বলুন, অফিস ইউজ বলুন বা অ্যাডভেঞ্চার – সব ট্রিপের জন্যই পারফেক্ট!
𝐗𝐩𝐚𝐧𝐝𝐞𝐫 𝐄𝐜𝐨 Variant টা বাসিক্যালি LPG ভ্যারিয়েন্ট, এটাকে ECO বলা হয় কারণ LPG তে ড্রাইভ করলে খরচ অনেক কম পড়ে অকটেন চালিত গাড়িগুলার চেয়ে, কারণ LPG মাত্র ৬৪ টাকা প্রতি লিটার আর অকটেন ১২২ টাকা, খরচ প্রায় হাফ হয়ে যায়। মাইলেজ অকটেন চালিত গাড়িগুলার মতই পাবেন বা তার চেয়েও একটু বেশি পাওয়া যেতে পারে।
এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, এই ১৫০০cc MPV/SUV গুলোর থেকে মাইলেজ কেমন পাবো সিটি আর হাইওয়েতে? চলেন Mitsubishi কি ক্লেইম করেছে জেনে নেই। Mitsubishi Motors বাংলাদেশে অন-রোড টেস্ট করে মাইলেজ পেয়েছে সিটিতে ৯/১০ কিমি প্রতি লিটার এবং হাইওয়েতে ১৫+ (অকটেন ভ্যারিয়েন্ট গুলা), যা এত বড় ৭ সিটার SUV হিসেবে বেশ ভালই।
গাড়ির ইন্টেরিয়র এর ব্যাপারে যদি বলি, গাড়িতে উঠলেই আপনি ফিল করবেন স্পেসের কোনো অভাব নেই। সিটিং কমফোর্ট বেশ ভালো। BD CarZz এর টিম থেকে আমরা ৩ জন প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছিলাম, আমাদের ৩ জনের কাছেই ইনডিভিজুয়ালি ইন্টেরিয়র স্পেস অনেক রুমি লেগেছে। আপনি ৬ ফুট হলেও আরাম করে বসতে পারবেন।
৪টা ভ্যারিয়েন্টেরই টপ স্পিড ১৭০ কিমি/ঘণ্টা। গ্রাউন্ড ক্লিয়ারেন্সও ৪টা ভ্যারিয়েন্টেই একই রাখা হয়েছে, যেটা হচ্ছে ২২০MM যা আমাদের দেশের রোড কন্ডিশনের জন্য বেশ ভালো। এছাড়াও ৪টা গাড়িতেই ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রাখা হয়েছে ৪৫ লিটার।
Rancon Group গত ৫০ বছর ধরে বাংলাদেশে Mitsubishi Motors কে রিপ্রেজেন্ট করছে তাদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে। শুনলে অবাক হবেন, এই “Made in Bangladesh”