Shakib’s Authentic Mart & Agro

Shakib’s Authentic Mart & Agro We serve authentic products

প্রতিদিন ১০টি বাছুরের জন্য খাবারের একটি সাধারণ পরিকল্পনা দেওয়া হলো (প্রতি বাছুরের ওজন আনুমানিক ৫০-৭০ কেজি ধরে):প্রতিদিন ...
09/06/2025

প্রতিদিন ১০টি বাছুরের জন্য খাবারের একটি সাধারণ পরিকল্পনা দেওয়া হলো (প্রতি বাছুরের ওজন আনুমানিক ৫০-৭০ কেজি ধরে):

প্রতিদিন ১০টি বাছুরের খাবারের উপাদান (দ্রুত বৃদ্ধির জন্য):
প্রতি বাছুরের খাবার (প্রতিদিন):
উপাদান
পরিমাণ (প্রতি বাছুর)
পরিমাণ (১০ বাছুর)
খুদের ভূষি / গমের ভূষি
০.৫ কেজি
৫ কেজি
ভুট্টার গুঁড়া
০.৫ কেজি
৫ কেজি
সরিষার খৈল / সয়াবিন মিল
০.৩ কেজি
৩ কেজি
খৈল (সরিষা বা নারিকেল)
০.২ কেজি
২ কেজি
খোল / চালের কুড়া
০.৩ কেজি
৩ কেজি
লবণ
২০ গ্রাম
২০০ গ্রাম
ক্যালসিয়াম ও মিনারেল মিক্স
২০ গ্রাম
২০০ গ্রাম
পরিষ্কার পানি
৫-১০ লিটার
পর্যাপ্ত

অতিরিক্ত পরামর্শ:
ঘাস / শুকনো ঘাস (হেই): প্রতিটি বাছুরের জন্য প্রতিদিন ২-৩ কেজি সবুজ ঘাস বা ১-১.৫ কেজি শুকনো ঘাস দেওয়া উচিত।
ভিটামিন সাপ্লিমেন্ট: মাঝে মাঝে A, D, E ভিটামিন সাপ্লিমেন্ট মেশাতে পারেন।
প্রোবায়োটিক / অ্যান্টিবায়োটিক গ্রোথ প্রোমোটর: প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শে দেওয়া যেতে পারে।
বয়স ও ওজন অনুযায়ী খাবার সমন্বয় করতে হবে।

যত্ন বিষয়ক পরামর্শ:
বাছুরের ঘর পরিষ্কার ও শুষ্ক রাখুন।
নিয়মিত কৃমির ঔষধ দিন (প্রতি ৩ মাসে ১ বার)।
ওজন ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করুন মাসে অন্তত ১ বার।

বর্তমানে পাহাড়ি দেশি গরু সেল করা হলো স্রোতের উল্টো দিকে হাটার সমান। কারণ ব্রয়লার পদ্ধতিতে ফার্মের গরু লালন পালন করলে অল্...
05/06/2025

বর্তমানে পাহাড়ি দেশি গরু সেল করা হলো স্রোতের উল্টো দিকে হাটার সমান। কারণ ব্রয়লার পদ্ধতিতে ফার্মের গরু লালন পালন করলে অল্পদিনেই গরুর ওজন বাড়ে এবং দেখতে সুন্দর হয় কিন্তু এই অল্প দিনে গরু মোটা তাজাকরণ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপর কি কি খাবার ফিড দেওয়া হয় তা গ্রাহকগণ গুগোল সার্চ করে জেনে নিবেন। এবং এর ক্ষতি সম্পর্কেও।

অন্য দিকে পাহাড়ি দেশি গরুর বেশির ভাগই সনাতনী পদ্ধতিতে লালন পালন করে ফলে ফার্মের গরুর যেই মাংস তৈরী করতে ১ মাস সময় লাগে সেই মাংস প্রাকৃতিক ভাবে তৈরি করতে গেলে ৩-৪ মাস লেগে যায়। দাম বেড়ে যায় এখানেই আর চর্বি না থাকায় গরু গুলোর হাড্ডি দেখা যায়। সবাই বলে আমরা তাদের খাওয়ায় না 😊

এই হাড্ডিওয়ালা গরু গুলোর সৌন্দর্য তারাই দেখেন যারা দেশী আর ফার্মের মুরগীর পার্থক্য বুঝেন।

পাহাড়ি দেশি গরু বুঝার একটি অন্যতম ওয়ে হচ্ছে এর পাজরে চর্বি না থাকায় হাড্ডি দেখা যাবে এবং পিছনের অংশটা ফোলা গোল হবে না।

মাংসের স্বাদ হবে অন্যরকম, চর্বি কম এবং এই গরুর মাংশে পুষ্টির পরিমাণ বেশি হবে ক্ষতিকারক উপাদান পাবেন না ইনশাআল্লাহ।

অতএব এখনই সচেতন হোন আপনার ভবিষ্যত প্রজন্মকে সঠিক খাদ্য অভ্যাসে সচেতন করবর্তমানে পাহাড়ি দেশি গরু সেল করা হলো স্রোতের উল্টো দিকে হাটার সমান। কারণ ব্রয়লার পদ্ধতিতে ফার্মের গরু লালন পালন করলে অল্পদিনেই গরুর ওজন বাড়ে এবং দেখতে সুন্দর হয় কিন্তু এই অল্প দিনে গরু মোটা তাজাকরণ এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এর উপর কি কি খাবার ফিড দেওয়া হয় তা গ্রাহকগণ গুগোল সার্চ করে জেনে নিবেন। এবং এর ক্ষতি সম্পর্কেও।

🐃 বিশ্বজুড়ে মহিষের বিভিন্ন প্রজাতি ও তাদের বিশেষত্ব 🌍আপনি জানেন কি?বিশ্বে প্রায় ১৫০টির বেশি মহিষের জাত রয়েছে। তবে বাণিজ্...
27/05/2025

🐃 বিশ্বজুড়ে মহিষের বিভিন্ন প্রজাতি ও তাদের বিশেষত্ব 🌍

আপনি জানেন কি?
বিশ্বে প্রায় ১৫০টির বেশি মহিষের জাত রয়েছে। তবে বাণিজ্যিক ও খামারভিত্তিক ব্যবহারে প্রায় ২০-২৫টি প্রজাতি বেশ পরিচিত। প্রতিটি জাতেরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, উৎপাদনক্ষমতা ও দেশের বিশেষ পরিচয়।

নিচে কয়েকটি উল্লেখযোগ্য মহিষের জাত তুলে ধরা হলো:

🔸 ১. মুর্রাহ (Murrah) – ভারত 🇮🇳
🔹 দুধ উৎপাদনে বিশ্বসেরা।
🔹 দৈনিক দুধ ১০-১৮ লিটার পর্যন্ত।
🔹 কালো চকচকে গায়ের রং, পাকানো শিং।
🔹 ভারতের হরিয়ানা, পাঞ্জাবে জনপ্রিয়।

🔸 ২. নীলি রাভি (Nili-Ravi) – পাকিস্তান 🇵🇰
🔹 বিশাল আকারের দুধাল মহিষ।
🔹 দৈনিক ১২-২০ লিটার দুধ দিতে সক্ষম।
🔹 সাদা মুখ, লম্বা কান ও গলায় সাদা দাগ থাকে।

🔸 ৩. মেহসানা (Mehsana) – ভারত 🇮🇳
🔹 মুর্রাহ ও সুরতী জাতের সংকরায়ন।
🔹 দুধ উৎপাদন ভালো, প্রায় ৮-১৪ লিটার/দিন।
🔹 গায়ের রং কালো-ধূসর, গঠন শক্তিশালী।

🔸 ৪. জামুনাপারি (Jaffarabadi) – ভারত
🔹 ভারী গঠন, শক্তিশালী জাত।
🔹 দৈনিক ১০-১২ লিটার দুধ দিতে পারে।
🔹 গায়ের রং সাধারণত কালো।
🔹 ভারতের গুজরাটে বেশি দেখা যায়।

🔸 ৫. সুদানী মহিষ – আফ্রিকা 🌍
🔹 আফ্রিকার গরম পরিবেশে টিকে থাকতে পারে।
🔹 দুধ ও মাংস উভয় উৎপাদনের জন্য উপযোগী।

🔸 ৬. কারাবাও (Carabao) – ফিলিপাইন 🇵🇭
🔹 কৃষিকাজে ব্যবহৃত হয় বেশিরভাগ।
🔹 ধীর গতির কিন্তু পরিশ্রমী।
🔹 অল্প দুধ দেয়, কিন্তু টেকসই জাত।

🔸 ৭. মেসোরি (Mediterranean Buffalo) – ইউরোপ 🇮🇹
🔹 মূলত ইতালি, বুলগেরিয়া ও মিশরে জনপ্রিয়।
🔹 বিখ্যাত "Mozzarella cheese" তৈরি হয় এই দুধ থেকে।
🔹 শরীর ছোট কিন্তু দুধে চর্বি বেশি।

📌 বাংলাদেশে:
বাংলাদেশে মূলত স্থানীয় জাতের মহিষ দেখা যায়, যার উৎপাদনক্ষমতা তুলনামূলক কম হলেও উপকূলীয় অঞ্চলে খাঁচা ও মুক্ত পরিবেশে ভালোভাবে বেড়ে ওঠে। বর্তমানে মুর্রাহ ও নীলি রাভি জাত আনা হচ্ছে হাইব্রিড উন্নয়নের জন্য।

🎯 উপসংহার:
যে জাতই পালন করুন না কেন, সঠিক পরিচর্যা, সুষম খাদ্য, পরিবেশ ও রোগ প্রতিরোধ ব্যবস্থাই মহিষের সফল খামারের চাবিকাঠি।

জেনে রাখুন জাত, বুঝে নিন লাভ। সঠিক জাতই পারে খামারকে বদলে দিতে।

#মহিষ_জাত #দুধ_উৎপাদন #মুর্রাহ_মহিষ #খামার_পরিচর্যা #বাংলাদেশ_খামার #জীবিকা_উন্নয়ন #প্রাণিসম্পদ #নিলি_রাভি #মেসোরি_মহিষ #মহিষ_বিষয়ক_তথ্য #স্মার্ট_ফার্মিং

👍 পোস্টটি ভালো লাগলে লাইক দিন,
📝 কমেন্ট করে মতামত জানান,
📢 বন্ধুদের সঙ্গে শেয়ার করুন,
✅ খামারবিষয়ক আরও তথ্য পেতে পেজটি Follow করুন!

🐃 আপনার খামার আপনার ভবিষ্যৎ — জেনে পালন করুন, লাভবান হোন।

19/05/2025

কোরবানি ঈদ ২০২৫ গয়াল কালেকশন।

#গয়াল



Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
16/05/2025

Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজানুল মুবারাক...রোজা ও ওয়াক্তিয়া সালাতের পাশাপাশি আমাদের রমজান হোক তারাবীহ, তাহাজ্জ...
01/03/2025

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রমজানুল মুবারাক...
রোজা ও ওয়াক্তিয়া সালাতের পাশাপাশি আমাদের রমজান হোক তারাবীহ, তাহাজ্জুদ, সালাতুত তাসাবীহ, কুরআন তেলাওয়াত, দরুদ ও সালাম এবং জিকির-আজকারসহ যাবতীয় নফল ইবাদতে পরিপূর্ণ।
আল্লাহপাক আমাদের সুস্থ শরীরে সব রোজা পালনের তৌফিক দান করুন, আমিন!

14/02/2025

Address

Chittagong
4000

Telephone

+8801571771128

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shakib’s Authentic Mart & Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share