MRK TV

MRK TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MRK TV, Newsstand, Muhammad Nagar, Chittagong.
(1)

যে কোনো নিউজ সবার আগে পেতে আমাদের পেজটি ফলো করে সাথে থাকুন।

যে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ
**মিজান রেজা (01869301078)

**কপিল তালুকদার (01869829778)

25/06/2025

আহলে বায়তে রসুলের প্রতি ভালোবাসার মর্যাদা।
মুফতী গোলাম কিবরিয়া
স্থান: আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল, চট্টগ্রাম

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ মো. রুস্তম আলী(৫৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ
25/06/2025

বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৩০০ লিটার চোলাই মদসহ মো. রুস্তম আলী(৫৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমিরমুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চ...
25/06/2025

মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির
মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধসহ অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৪ জুন) একটি টকশো অনুষ্ঠানে বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে।’

অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন— জামায়াতে ইসলামী বা তার কোন নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি। আজকে এটা স্পষ্ট করবেন কি? অনেকেই প্রশ্ন করছেন যে জামাতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন?

জবাবে জামায়াতের আমির বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি।’

ড. শফিকুর রহমান বলেন, ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।

তিনি বলেন, আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নই। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোন শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামাঞ্চলে অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।সংবাদমাধ...
25/06/2025

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামাঞ্চলে অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।সংবাদমাধ্যম আল-মায়াদিনের বরাতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল-জোলানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশি সংগঠনের ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণগুলো ঘটেছে। ইরান-ইসরায়েল সংঘাতের রেষ কাটতে না কাটতে আবারো এমন বড় ধরনের বিস্ফোরণ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।
আন্তর্জাতিক
A-AA+
শক্তিশালী ১০ বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত : ১৮:০৮, ২৫ জুন ২০২৫ | আপডেট: ১৮:৫০, ২৫ জুন ২০২৫

শক্তিশালী ১০ বিস্ফোরণে কেঁপে উঠলো সিরিয়া
সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামাঞ্চলে অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের গ্রামাঞ্চলে অন্তত ১০টিরও বেশি শক্তিশালী বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।সংবাদমাধ্যম আল-মায়াদিনের বরাতে মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আল-জোলানি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যুক্ত বিদেশি সংগঠনের ঘাঁটিগুলোতে এই বিস্ফোরণগুলো ঘটেছে। ইরান-ইসরায়েল সংঘাতের রেষ কাটতে না কাটতে আবারো এমন বড় ধরনের বিস্ফোরণ হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটিতে।

Pause

Mute
Remaining Time -10:49

Close PlayerUnibots.com
বিস্ফোরণের ঘটনাগুলো ঘটেছে লাতাকিয়ার কুরফায়েস নামক গ্রামের কাছে। লক্ষ্য ছিল তথাকথিত 'জোলানি সশস্ত্র সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ড্রোন ইউনিট'-এর সব স্থাপনা।

আরও পড়ুন : এই সংঘাতে সবচেয়ে বেশি খুইয়েছে কে, ফায়দা লুটেছে কোন পক্ষ

স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় পরপর একাধিক তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা গোটা অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই হামলার বিস্তারিত তথ্য বা হতাহতের পরিসংখ্যান এখনো প্রকাশ করা হয়নি। এই বিস্ফোরণ সিরিয়ায় চলমান সংঘাত ও বিদেশি অস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আবু মোহাম্মদ আল-জোলানি হচ্ছেন সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সক্রিয় হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নামক জঙ্গিগোষ্ঠীর প্রধান।এইচটিএস গোষ্ঠীটি আগে আল-নুসরা ফ্রন্ট নামে পরিচিত ছিল, যা আল-কায়েদার সিরিয়াভিত্তিক শাখা ছিল। ২০১৬ সালে এইচটিএস আল-কায়েদার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়, তবে অনেক আন্তর্জাতিক সংস্থা এখনো তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে।

প্রশাসনিক মব: নিন্দা ও প্রতিবাদবরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইউএনও একজন বিশেষ ঘরানার আলেমদের সঙ্গে যোগসাজশ করে দেশবরেণ্য...
25/06/2025

প্রশাসনিক মব: নিন্দা ও প্রতিবাদ

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ইউএনও একজন বিশেষ ঘরানার আলেমদের সঙ্গে যোগসাজশ করে দেশবরেণ্য ইসলামিক স্কলার, প্রবীণ আলেমে দ্বীন, ওস্তাজুল ওলামা, অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান সাহেবকে যেভাবে প্রকাশ্যে জনসম্মুখে হেনস্তা করেছেন—তা অত্যন্ত নিন্দনীয়, অমার্জনীয় এবং রাষ্ট্রীয় শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী।

আলেম ওলামা এই ঘটনার জন্য সংশ্লিষ্ট ইউএনও-কে ❝প্রশাসনিক মব❞ হিসেবে চিহ্নিত করছেন

একজন সরকারি কর্মকর্তার এমন পক্ষপাতদুষ্ট, অসৌজন্যমূলক ও হঠকারী আচরণ কেবল প্রশাসনিক নৈতিকতাকেই ক্ষুণ্ন করে না, বরং জনসচেতনতার জন্যও এক ভয়ানক হুমকি।

আলেম ওলাম এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট ইউএনও’র প্রকাশ্য ক্ষমা প্রার্থনার জোর দাবি জানাছে

একই সঙ্গে, যেসকল আলেম মতাদর্শগত ভিন্নতার কারণে ঘটনাস্থলে উপস্থিত থেকে একজন বর্ষীয়ান আলেমকে হেয় করতে ভূমিকা রেখেছেন কিংবা নীরব থেকেছেন—তাদের স্মরণ করিয়ে দিতে চাই:

এই অপমান শুধু একজন আলেমের নয়, বরং সমগ্র আলেম সমাজেরই অপমান।

এভাবে তারা নিজেরাও এই লাঞ্ছনার অংশীদার হয়ে গেছেন।

আমরা আশা করি, ইসলামের মর্যাদা ও আলেম সমাজের সম্মান রক্ষায় সবাই সচেতন হবেন এবং এমন ঘটনার প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালন করবেন।

25/06/2025

▒▒ Live🔴 ▒▒█
চট্টগ্রামের আকবরশাহ মোড়ে লড়ির নিচে চাপা পড়ে বাইকার জায়গায় নিহত

25/06/2025

চট্টগ্রাম মেডিক্যালে এর দালাল চক্র ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব-৭

25/06/2025

অসাধারণ নাতে রাসুল শুনে মুগ্ধ হয়ে হলেন মাওলানা আব্দুল ওয়াজেদ হুজুর।
স্থান:আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল

24/06/2025

পারিশ্রমিক চাওয়ায় ব্যবসায়ীকে মারধর
ভিডিও ভাইরাল

24/06/2025

যুদ্ধবিরতির মুখোস পরে
হামলা করার অভ্যাস ইসরায়েলের।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যু'দ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’
24/06/2025

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ‘ইহুদি শত্রু এবং তার জঘন্য সমর্থকদের ওপর যু'দ্ধ বন্ধের জাতীয় সিদ্ধান্ত’

24/06/2025

চট্টগ্রাম সিটি করপোরেশনে বরাদ্দ বাজেট নিয়ে যা বললেন মেয়র

Address

Muhammad Nagar
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when MRK TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category